বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ এপ্রিল ২০২৫ ১২ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে যদি ফ্লপ ক্রিকেটারদের তালিকা তৈরি করা হয়, তাহলে একনম্বরে থাকবেন ঋষভ পন্থ। ২৭ কোটি দিয়ে তাঁকে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার। কিন্তু নিট ফল শূন্য। একটি ইনিংস বাদে বাকি সব ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। অনেক আশা নিয়ে তাঁকে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছেন। নিজের পুরোনো দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটো ম্যাচই হারেন পন্থ। জোড়া শূন্য করেন। রানের খাতাই খুলতে পারেননি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার সাত নম্বরে ব্যাট করতে নামেন দিল্লির অধিনায়ক। আব্দুল সামাদ, ডেভিড মিলার, আয়ুশ বাদোনিকে তাঁর আগে পাঠানো হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এত নীচে নামার ব্যাখ্যা দেন পন্থ। কিন্তু সেই যুক্তি স্পষ্ট ছিল না। এবার প্রশ্ন হল, সাত নম্বরে নামায় কি তাঁর সায় ছিল? নাকি শুধু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানতে বাধ্য হন লখনউয়ের অধিনায়ক? শূন্যতে আউট হয়ে ডাগআউটে ফেরার সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় পন্থকে। ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং সুরেশ রায়না মনে করেন, তাঁর এই রাগ টিম ম্যানেজমেন্টের ওপর। তাঁকে এর নীচের দিকে ব্যাট করতে পাঠানোর জন্য। এমনকী বেঞ্চে লখনউয়ের মেন্টর জাহির খানের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় ঋষভকে।
রায়না মনে করেন, এই কথা কাটাকাটি তাঁর ব্যাটিং পজিশন নিয়ে। রায়না বলেন, '২০ ওভার বাকি আছে। তোমাকে উইকেটকিপিং করার পাশাপাশি নেতৃত দিতে হবে। তোমাকে দলকে জেতাতে হবে। জাহিরের সঙ্গে হয়তো সেই নিয়েই আলোচনা করছে। নয়তো কি বলছে? 'আমি তোমাকে বলেছিলাম, আমাকে পাঠাও।' কুম্বলে মনে করেন, পন্থের এইভাবে ক্ষোভ প্রকাশ করা উচিত হয়নি। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, 'এই পরিস্থিতি শান্তভাবে সামলাতে হবে। ও অধিনায়ক। এগুলো ইতিবাচকভাবে নিতে হবে। ক্ষোভ এবং রাগ পারফরম্যান্সে ফুটিয়ে তুলতে হবে।' তবে লখনউয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন তারকা। কুম্বলে জানান, পন্থকে এত নীচে নামানোর সিদ্ধান্ত ভুল। সেটা কোচ জাস্টিন ল্যাঙ্গারের হোক বা মেন্টর জাহির খানের।
নানান খবর

নানান খবর

আগ্রাসী সেলিব্রেশনেও পার পেলেন কোহলি, উঠল বোর্ডের বিরুদ্ধে প্রশ্ন

পন্থকে একহাত, এবার দায় নিজের কাঁধে নেওয়ার সময়, দাবি প্রাক্তন তারকার

রাজস্থানের গড়াপেটার অভিযোগের পেছনে ফাঁস আসল কারণ

ব্যাটিং অর্ডারে সাত নম্বরে কেন, অদ্ভুত ব্যাখ্যা দিলেন পন্থ

গোয়েঙ্কাকে উপেক্ষা রাহুলের, 'ঠান্ডা হ্যান্ডশেক' এর ভিডিও ভাইরাল

জিরো পন্থ, হিরো রাহুল..পুরোনো ডেরায় দিল্লিকে জেতালেন লখনউয়ের ব্রাত্য তারকা

২৭ কোটির পন্থের ব্যর্থতা জারি, করে ফেললেন আরও এক লজ্জার রেকর্ড

'চেষ্টা না করলে ছয় হবে না', কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটারকে কটাক্ষ অজি বিশ্বকাপারের

মহৎ উদ্যোগে সামিল রাহানেরা, এবার পিছিয়ে পড়া মেয়েদের পাশে কেকেআর

পাঞ্জাবের হারের পর সোশ্যাল মিডিয়ায় পরিবারকে টার্গেট, এবার পাল্টা শ্রেয়সের বোনের

'ব্রাত্য' কোচকে কৃতজ্ঞতা জ্ঞাপন, ম্যাচ জেতানো ইনিংসের জন্য কাকে কৃতিত্ব দিলেন রোহিত?

বিয়ের প্রশ্নে স্ট্যাম্পড শুভমন, কী জবাব দিলেন?

বড় ধাক্কা রাজস্থান শিবিরে, কোহলিদের বিরুদ্ধেও নেই তারকা ক্রিকেটার

চেন্নাইয়ের জঘন্য পারফরম্যান্সের মাঝে নিলাম স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন রায়না

'ভারতে ছুটি কাটাতে আসে', কোন দুই বিদেশি তারকাকে নিয়ে এমন মন্তব্য করলেন বীরু?